মাউস কি?
Published: 2021-05-25 17:20:00

মাউস হল একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে মনিটরের বা প্রোগ্রামের যেকোন স্থানে নিয়ন্ত্রণ রাখা সম্ভব। মাউসের জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সম্বলিত অপারেটিং সিস্টেম দ্রুত প্রসার পায় ১৯৬০ সালের শেষের দিকে স্ট্যানফোর্ড রিাসর্চ ইন্সটিটিউটের ডুগ এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র খুব বেশি প্রসার বা জনপ্রিয়তা লাভ করে নাই। ১৯৮০ সালে অ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম মাউসকে উপস্থাপন করে। দেখতে অনেকটা ইঁদুরের মত তাই নাম করা হয়েছিল মাউস। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অপটিক্যাল মাউস। হুইল মাউসের ব্যবহার এখন নেই বললেই চলে। ১৯৯৯ সালের শেষার্ধে অপটিক্যাল মাউস বাজারে আসে। অপটিক্যাল মাউসের ভেতরে আছে একটি শক্তিশালী ক্যামেরা। ক্যামেরাটি প্রতি সেকেন্ডে প্রায় ১৫০০ ছবি তুলতে পারে। মাউসের নিচে থাকে একটি এলইডি লাল লাইট। এটি থেকে আলো পৃষ্ঠতলে পড়ে প্রতিফলিত হয়ে ফিরে আসে CMOS সেন্সরে। সেন্সরটি প্রতিটি ছবি বিশ্লেষণের জন্য পাঠায় ডিজিটাল সিগন্যাল প্রসেসরে। ডিজিটাল সিগন্যাল প্রসেসর প্রতিটি ছবি বিশ্লেষণ করে একটির সাথে তার আগের এবং পরের ছবির পার্থক্য নির্ণয় করে এবং সে মোতাবেক কম্পিউটারে সিগন্যাল পাঠায় এবং আমরা আউটপুট হিসেবে কম্পিউটারের স্কিণে মাউসের কার্সরটি কে নড়াচড়া করতে দেখি।